রমজান মাসে অযু ও গোসল করার নিয়ম:
সাধারণত অযু করার নিয়ম(রোজা বাদে):-
১. হাতের দু’কব্জি পর্যন্ত ধৌত করা (তিনবার)।২. মেসওয়াক করা: এর সময় হলো কুলি করার মুহূর্তে।
৩. কুলি করা, নাকে পানি দেয়া (তিনবার)।
৪. নাকে পানি দেয়া (তিনবার)।
৫. মুখমন্ডল ধৌত করা (তিনবার) দাড়ি খেলাল করাসহ।
৬. আঙ্গুলের মাথা থেকে কনুই পর্যন্ত ডান হাত তিনবার ধৌত করা। অতঃপর একইরূপে বাম হাত ধৌত করা।
৭. মাথা মাসেহ করা: আর তার পদ্ধতি হলো প্রথমে হাত পানি দিয়ে ভিজিয়ে নেয়া। এরপর মাথার সামনের দিক থেকে পিছনের দিকে চুলের শেষ সীমানা পর্যন্ত হাত বুলানো। এরপর পেছনের দিক থেকে সামনের দিকে হাত ফিরিয়ে আনা (একবার)।
৮. তর্জনী অঙ্গুলি দিয়ে কানের ভিতরে মাসেহ করা আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ মাসেহ করা (একবার)।
৯. ডান পা টাখনু পর্যন্ত ধৌত করা (তিনবার) অতঃপর একইরূপে বাম পা ধৌত করা ।
রমজানে অযু করার নিয়মঃ-
১। তিনবার কব্জি পর্যন্ত ধৌত করা।
২। তিনবার কুলি করা।(গড়গড়া করবে না)
৩। তিনবার নাকে পানি দিবে হাড় বরাবর(সবধানে যাতে পানি বেশি ভেতরে না যায়) ।
৪। মুখমন্ডল তিনবার ধৌত করবে।
৫। তিনবার প্রথমে ডান হাত পরে বাম হাত কুনুই পর্যন্ত ধৌত করবে।
৬। মাথা ৪ভাগের ১ভাগ মাসেহ করা ফরয।(পুরা মাথা মাসেহ করা মুস্তাহাব)
৭। তিনবার পা গোড়ালি পর্যন্ত প্রথমে ডান পা পরে বাম পা ধৌত করা।
অযুর দোয়াঃ- আলহামদুলিল্লাহি আলা দ্বীন-ই ইসলাম, আলইসলামু-হাক্কু, ওল কুফরে বাতীলুন, ওল ইসলামু নূরুন, ওল কুফরে জুল্বমাত (বাংলায় উচ্চারণ)
রমজানে গোসল করার নিয়মঃ-
১. নিয়ত করা।
২. দুই হাতের কব্জি ধৌত করা
৩. কুলি করা।(তিনবার)[রমজান মাস ছাড়া বাকি সময় গড়গড়া করবে)।
৪. নাকে পানি দেওয়া।(তিনবার)
৫. মুখ ধৌত করা,দাড়ী খেলার করা।(তিনবার)
৬. সমস্ত মাথা মাসেহ করা,দুই কান মাসেহ করা।
৭. দুই পা ধৌত করা।
★★মূলত ধারাবাহিকভাবে অজু করা।সকল অঙ্গ সঙ্গে সঙ্গে ধৌত করা।ডান দিক হইতে পানি দিয়ে শুরু করা।★★
গোসলের দোয়াঃ- নাওয়াইতুল গুছলা লিরাফয়িল জানাবাতি(বাংলায় উচ্চারণ)
★নামাজের জন্য উপরোক্ত নিয়ম মানা অাবশ্যক ★